আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর ছেঁড়া পাতা..........

দিনগুলো এমনি করেই কেটে যাচ্ছে....

এক ঝুড়ি কথা লেখার পর মুছে গেল........ মেজাজ খারাপ, এমনিতেই নতুন নতুন লিখতে শুরু করেছি.... একলাইন লিখতেই খবর হয়ে যায়....... ফুুুুুুুু...... কি আর করা.... কত কিছু ভাবি, ভেবেই চলি........ কত কথা যেন বলার ছিল আমার.... কেন যে হারিয়ে যায়...... কদিন ধরে খুব অবসন্ন বোধ করছি....... কোন কথাই বলতে ইচ্ছে করে না... হঠাৎ শূণ্য হয়ে গেছে সব..... যার শুরুর গল্প শোনানোর কথা ছিল, শেষের কথায় আর সাড়া পাই না......................... নিজেকে খুঁজে ফিরছি ক্রমাগত.... শুক্রবার সকালের কথা ভাবলেই ভয় লাগে ৫ ঘন্টা শো। কি বিচ্ছিরি যে কাটে এই সময়টা....... এই ল.........ম্বা সময় শেষ আর হতে চায় না। কি যে বিপদ! যাই হোক, আজকের মতো শেষ। কাল ২৩শে জুলাই ছিল......... রাতে ফিরেই মিশে গেলাম হলের সামনের ভীরে......... পদ্মর গান(অতনু গীটার বাজাচ্ছিল)....... তারপর ডকুমেন্টারী.............দীনা, রত্না, শিখাকে দেখলাম... রেশমীকে চোখে পড়লো না। সময়টা ফিরে এলো আর একবার.... অসম্ভব ক্রোধ, অপমান আর কষ্ট............. কি নোংরা ভাষায় গালগাল ...উফ্......। আর সাঈদীর মহামূল্যবান ভাষণ................ খুন করে ফেলতে পারলে শান্তি লাগত.... পড়তে বসা হয়নি কাল। অনেক পথ পাড়ি দেবার পর.... যেটা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলাম... সুতোটা ছাড়াচ্ছিলাম সেটাই আবার বুনতে ইচ্ছে করছে......... করছে কি? কি জানি বুঝতে পারছি না। শুধু মনে হয় " কেন এই শক্তিক্ষয়?" আর ভাল লাগে না মুখোশ এটে রাখার বিফল চেষ্টা............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।