আমার জানা বলতে আমি কি বুঝি তাই জানি না।
উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে অনুভব কর
নিশ্বাস প্রখর কর
পায়ের নিচে বালুকারাশি
ঢেউয়ের তোড়ে ভেবে নাও ওটা সাগর।
সূর্য আধো অস্তগামী ব'লে ভেবো না-
চারিদিক অন্ধকার।
পায়ে আছড়ে পড়া তরঙ্গ দূর্বল ব'লে ভেবো না-
নদীর ঊষ্ম চুম্বন।
বাতাসের মৃদু স্পর্শে ভেবো না-
অপ্রিয় বা প্রিয়জনের প্রিয় অস্তিত্ব।
বহুদূর ভেসে আসা সমুদ্র গর্জনে ভেবো না-
বিটোভেনের অমোঘ মূর্ছণা,
তুমি তো ইডিপাস নও।
উত্তাল তরঙ্গে দাঁড়িয়ে জীবনের ভাবনাগুলো ছিন্ন লাশের মত
ভেবে দেখো
অনেকটা সময় পর চোখ বুঁজে গেলে তবু
তবু ভেবো
জীবনটা এইরকম অসীম-
ঠিক এইরকম নিরন্তর।
তরঙ্গ স্পর্শ
(৪অক্টো, ২০০২
গোধূলীবেলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।