আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর পাতা থেকে.....

চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!

অনেক চেষ্টা করেও আমি ঘুমাতে পারছি না। চোখ দুটো যে রাতের গভীরতা বুঝতে পারছে না। মনের ভিতর যে ঝড় বইছে তা থামাবার কোন আয়জন নেই, প্রয়োজনও নেই অবশ্য। এই চরম নির্জন রাতে তীব্রভাবে ছুটে আসা বাতাসের শব্দ শুনছি । গাছগুলো কাণ্ড-পাতাসহ উপড়ে পড়ছে, ভেঙ্গে যাচ্ছে ।

ছিটকে পড়ছে ঘরের চালে, আমি একা সেই তান্ডবলীলা দেখছি। তুমি ঘুমিয়ে থাক, শান্তিতে থাক। এদিকে আমার ঘরের খুটি নড়বড়ে করছে। তোমায় জাগাবো না বলে শক্ত করে ধরে আছি। আমার সকল শক্তি যে পরাস্ত হচ্ছে, সকল বন্ধন যে ছিন্ন হয়ে যাচ্ছে।

জানি না আর কতক্ষন পারব, যদি না পারি? যদি ঘুম থেকে উঠে দেখ উড়ে গেছি ঐ ঝড়ের সাথে- ভাঙ্গা কাণ্ডের মত, ঘরের চালার মত ঐ বাতাসের বেগে। জেগে যদি দেখ হারিয়ে গেছি অন্ধকারে! তখন কি করবে তুমি একা একা?? তখন হয়ত ঝড় থাকবে না, তখন হয়ত রাত শেষ হয়ে যাবে কিন্তু তুমি আমায় পাবে না। এমন ঝড়েও তুমি কিভাবে ঘুমাও। এখনি জেগে ওঠ, আমাকে আকড়ে ধর, হারিয়ে যাবার আগে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।