স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............
লেখা ছিল মনের কথার
হাজারো ব্যাথা
লেখা ছিল সুখের কথার
স্মৃতির ভেলা।
গোলাপের একটি পাপড়ির
সিন্ধতায় ভরা
সেই সুখের পাতা,
ব্যাথার পাতা গুলো ছিল
আঁখির বর্ষনে ভেজা।
লেখার পাতায় পাতায়
আমার অনুভব,
দুঃখ সুখের স্মৃতির
মিলণায়তন।
দিনের আলোতে
পাতার লেখা থাকে শূণ্য,
রাতের আঁধারে
পাতাগুলো হয় লেখায় পূর্ণ।
একদিন দেখি ডায়েরীর মাঝে
নেই যে একটিও পাতা
স্মৃতিগুলো লেখার জন্যে।
সব স্মৃতিরপাতাগুলো গিয়েছিল
প্রতিদিন মধ্যরাতে
আকাশের কাছে বাতাসে উড়ে।
শুধু রয়ে গেল স্মৃতির
পাতাশূন্য
ছেঁড়াপাতার ডায়েরীটি....!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।