আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।
দেয়ালে দ্রষ্টব্য দেখে থমকে দাঁড়ালো চিত্রার্পিত হরিণ সে এক মায়া ‘এখানে নারীদের প্রবেশ নিষেধ’ সূর্য তার সৌন্দর্য পুড়িয়ে খোদাই করছে লিপিচিত্র এভারেস্ট এখানে দেয়াল প্রাচীন মৃত্তিকার পিঙ্গলতাকেও হার মানিয়েছে পাথর সমতল পেলেই দাঁড়িয়ে ঘুমচ্ছে মেরুর শীত শান দেয়া হচ্ছে শিঙের হাতিয়ার আগুনের ফুলকি নয়, ছড়িয়ে যাচ্ছে কেশজল এ সবই আমার, এক না-মানুষের শোণিতের, ভুল ভয়ের; বিশৃঙ্খল যৌনতার জীবন এখানে পৌত্তলিক রক্তে শিবলিঙ্গ মূর্তির পশুছালে মুদ্রিত করে দেয়া হচ্ছে দেহ পালকে বা পশমে এখানে পাপ নেই আমা বিনে ঈশ্বর নেই, পুণ্য নেই! পাখি তুমি স্বেচ্ছা শিকলে বন্দী হয়ো না বলো না আবার, ‘আমায় একটা ট্রেন কিন্যা দিবা?’
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।