বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার
এবার নাসার সাথে হাত মিলিয়েছে ভারত, পরিকল্পনা, একই সাথে চাঁদে মিশন চালানো। চুক্তি মোতাবেক, ভারত মানুষহীন স্পেসক্রাফট পাঠাবে চাঁদে আর তা বহন করবে নাসার তৈরি বৈজ্ঞানিক যন্ত্রাদি যেগুলো চাঁদের পৃষ্ঠে খনিজ পদার্থ ও বরফের সন্ধান করবে।
ভারত আশা করছে 2008 সালে তারা চাঁদে মানুষহীন স্পেসক্রাফট পাঠাতে সফল হবে।
গত মে মাসে নাসার চিফ গ্রিফিন বাঙ্গালোরে ইসরোর সদর দপ্তরে হানা দেন, ইসরোর প্রধান মাধবন নায়ারের সাথে সাক্ষর করেন এক যুগান্তকারী চুক্তিতে।
ভারতীয় স্পেসক্রাফট "চন্দ্রায়ন-1" আগামী 2008 এর শুরুতে শ্রীকোটা থেকে উৎক্ষেপন করা হবে। তবে আগামী আট বছরে ভারতীয়রা নাসার মিশনে যাত্রী পাঠাতে পারছেন না, কারন গ্রিফিন বলেছেন "সিট খালি নাই"..
হুমম.. ইন্ডিয়া কি করা বাদ রাখল সেটাই এখন জানা দরকার..
[link|http://news.bbc.co.uk/2/hi/south_asia/4753951.stm|Z_
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।