আমাদের কথা খুঁজে নিন

   

রুপার প্রেম বিষয়ক ভাবনা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

একটি তরূনী মেয়ে যদি হটাৎ কোন ছেলেকে এস বলে- আমি তোমাকে ভালোবাসি । তোমাকে না পেলে আমি বাঁচব না। - তখন ছেলেটির মানসিক অবস্থা কি হয় ? সে আনন্দে আত্মহারা হয় । কিছুক্ষণ সে On the top of the world. তারপর সে চারদিকে এই গল্প ছড়িয়ে দেয়। পরিচিত অপরিচিত সবাই এই গল্প কয়েকবার শুনে ফেলে।

যারা আশেপাশে থাকে না তাদের কে চিঠি লিখে, ই-মেইলে নাইলে ফোন বা মোবাইলে জানানো হয় - আপনার শুনলে আশ্চর্যহবেন, লিলি নামের অত্যন্ত রূপবতী এক তুরূনী গত মঙ্গল বার বিকাল চারটা পঁচিশ মিনিটে হটাৎ করে....। যুবকটি এই গল্প যতই ছড়াতে থাকে ততই তাঁর আবেগ কমতে থাকে। ঘটনার নভেলটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে তখন অপেক্ষা করতে থাকে কখন অন্য কোন তরুনী তাকে এসে এ জাতীয় কথা বলবে। মেয়েদের বেলায় এই ব্যাপারটি একেবারেই ঘটে না।

কোন তরূনীকে যদি কোন যুবক এসে বলে- আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না। তখন তরুনী টি আত্মহারা হয়না, বরং খানিকটা ভীত হয়ে পড়ে। সে এই ঘটনা কাউকেই জানায় না। যে কারনে ঘটনাটি তার নিজের মনের ভেতরে বড় হতে থাকে। সে প্রাণপণ চেষ্টা করে পুরো বিষয়টা মাথা থেকে মুছে ফেলতে।

যতই সে চেষ্টা করে ততই এই ঘটনা শিকড় গজিয়ে বসতে থাকে। এক সময় তরুনীটির মনে হয়- আহারে বেচারা! সত্যি বোধহয় সে আমাকে ছাড়া বাঁচবে না। এক সময় সে 'আহারে বেচারা' কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। দু'জন এক সঙ্গে রিকশা করে যাচ্ছে। ছেলেটা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে।

সে বিরক্ত হয়ে বলল, সব সময় তুমি আমার দিকে তাকিয়ে থাক কেন ? লোকে কী ভাববে । ছেলেটা গাঢ় স্বরে বলল, ভাবুক যার যা ইচ্ছে। এই বলে সে আগের মতই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে লাগল। পুনশ্চ ঃ আপনারা বলুন তো আমার এনালাইসিস ঠিক আছে কি না ? এনালাইসিসটা অবশ্যই অতি সরলীকরণ দোষে দুষ্ট। তারপরও মনে হয় ঠিক আছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।