মার্কিন কংগ্রেসেরে সমর্থন পেলেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতের ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযান চালাবে, কিন্তু এ জন্য আলোচনা এবং কংগ্রেসের ভোট দুটোই গুরুত্বপূর্ণ। আগামী ৯ সেপ্টেম্বর কংগ্রেসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত ২১ আগস্ট আসাদ বাহিনীর ব্যবহৃত রাসায়নিক অস্ত্রের হামলায় এক হাজার ৪২৯ জন বেসামরিক নিহত হয় বলে মার্কিন ইন্টিলিজ্যান্স রির্পোটে বলা হয়। যদিও সিরীয় সরকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। নিহতদের মধ্যে ৪২৬ জন শিশু রয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ওই ঘটনাকে ‘অকল্পনীয় ভয়ংকর’ ঘটনা বলে উল্লেখ করেন। কেরির এই বক্তব্যের পর প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার হামলার বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘সীমিত পরিসরে’ সিরিয়ার রাসায়নিক হামলার জবাব দেওয়া কথা বিবেচনা করছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।