হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ হলো বাজেট। প্রায় সকল ধরনের প্রতিষ্ঠান নতুন বছরের জন্য বাজেট প্রস্তুত করে, তবে সেই বাজেট নিয়ে তেমন কোন ক্যাচাল হয় না। বিভিন্ন ধরনের বাজেটটের মধ্যে সবচাইতে বেশী আলোচনা-সমালোচনা হয় দেশের বাজেট নিয়ে।
আর এই বাজেট যদি হয় আমাদের দেশের তাহলে তো কোন কথাই নেই! তখন বিরোধি দল যেই থাকুক না কেন তার প্রথম কাজ হবে বাজেট প্রত্যাক্ষান করা, বাজেটের বিপক্ষে মিছিল-মিটিং করা, সাংবাদিক সম্মেলন করা তারপর একটা হরতাল ডেকে বাজেট বিষয়ক দায়িত্ব শেষ করা। এই রকমই দেখে আসছি অনেক দিন থেকে। তাদের ডায়লগ গুলোও বেশ চমৎকার। যেমন, বিরোধি দল বলে - গরীব মারার বাজেট, নির্বাচনমুখি বাজেট ....... ইত্যাদি মুখস্ত বুলি। আর সরকারী দল যা বলে তা শুনলেতো মনে হয় আমরা আগামী 02 মাসের মধ্যে সকল প্রকার সমস্যামুক্ত হতে যাচ্ছি, এখন শুধু সময়ের অপেক্ষা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।