আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের কমিটিতে স্থান পাননি বিতর্কিত যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী



শনিবার ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলাম আয়োজিত ওলামা মাশায়েক সম্মেলনের প্রথম অধিবেশনে নতুন কমিটি দুটি গঠন করা হয়। সম্মেলনে উপস্থিত একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল হিসেবে ২০১ সদস্যের ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে শূরা সদস্যদের মধ্যে ২৫ জনকে নিয়ে এ নির্বাহী কমিটি গঠন করা হয়। হেফাজত ইসলামের বর্তমান ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও বলবৎ রয়েছে বলেও দাবি করেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন হেফাজতনেতা জানান, মাওলানা রূহীকে নির্বাহী ও শূরা কমিটির কোনটিতেই রাখা হয়নি। তিনি ফটিকছড়ির ওলামা মাশায়েক সম্মেলনেও হাজির ছিলেন না। সম্মেলনে উপস্থিত হেফাজতের ঢাকা মহানগরের উপদেষ্টা মাওলানা আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যান্য সংগঠনের মতো একটি সর্বোচ্চ নীতি নির্ধারণের জন্য শূরা কমিটি করা হয়েছে। এতে শীর্ষস্থানীয় আলেমরা রয়েছেন। শূরা ও নির্বাহী দুই কমিটিরই প্রধান হিসেবে থাকছেন হেফাজতের আমির শাহ আহমদ শফী।

হেফাজতের অপর এক নেতা জানিয়েছেন, ২০১ সদস্যের কমিটি থেকে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি গঠন করা হতে পারে এবং তারাই ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন কমিটি পূর্ণাঙ্গ করবেন। হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রূহী গত ৫ মে ঢাকা অবরোধের সময় নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজ সংগঠনেই বিতর্কিত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, রূহী বিএনপি-জামায়াত জোটের সাথে গোপনে আঁতাত করে আন্দোলনের মোড় অন্য দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া আন্দোলন নিয়ে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত ৫ মে ঢাকা অবরোধের পর থেকেই রূহী একপ্রকার আত্মগোপনেই রয়েছেন।

হেফাজতে ইসলামের একটি অংশ রূহীর বিপক্ষে অবস্থান নেয় এবং শনিবার ওলামা মাশায়েখ সম্মেলনের আগে হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজত ইসলামকে রক্ষার দাবি জানিয়ে একটি প্রচারপত্র বিতরণ করা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.