আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালালে ফের কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল স্যান্ডেলের ভেতর লুকানো চার পিস স্বর্ণ পাওয়া গেছে। এ সময় স্যান্ডেল বহনকারী দুবাই ফেরত জসিম উদ্দীন (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এদিকে, সোমবার রাতে বিমানবন্দর থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ৩ কেজি স্বর্ণের চেইনসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান, গতকাল সকাল সোয়া ৯টায় দুবাই থেকে এমিরেটস এয়ার লাইন্সের (ইকে-৫৮২) একটি বিমান ঢাকা পেঁৗছে। ওই বিমানের যাত্রী জসিম গ্রিন চ্যানেল হয়ে এক নম্বর ক্যানপি দিয়ে বের হচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হলে এপিবিএন সদস্যরা তার শরীরে তল্লাশি চালান। এ সময় জসিমের দুই স্যান্ডেলের ভেতরে লুকানো অবস্থায় চারটি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪৬৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা। এদিকে, সোমবার রাতে বিমানবন্দর থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ৩ কেজি স্বর্ণের চেইন আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মালয়েশিয়া থেকে আসা জজ মিয়া (৫২) নামে এক যাত্রীর কাছে স্বর্ণের চেইনগুলো পাওয়া যায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ ওয়াজেদ আলী জানান, সোমবার রাতে মালয়েশিয়ান এয়ার লাইন্সের (এমএইচ-১৯৬) একটি বিমান ঢাকা পেঁৗছে। বিমানের যাত্রী জজ মিয়াকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার হাতব্যাগ থেকে স্বর্ণের চেইনগুলো উদ্ধার করা হয়। আটক জজ মিয়া কিছু দিন পর পর মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশ ভ্রমণে যায়। ধারণা করা হচ্ছে- জজ মিয়া স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.