নারায়ণগঞ্জে ১১ হাজার টাকার জন্য স্কুলছাত্রকে অপহরণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীকে গলা কেটে ও চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের টঙ্গীতে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ : শহরের মাসদাইরে ১১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র সিয়াম (১০) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুন্সিগঞ্জের শান্তিনগরের একটি কবরস্থানের পাশ থেকে গতকাল তার বস্তবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যার পেছেনে প্রতিবেশী ফারুক মণ্ডলের হাত রয়েছে বলে অভিযোগ সিয়ামের বাবা মোস্তফা বেপারীর। ঘটনার পর থেকে ফারুক ও তার ছেলে মেহেদী পলাতক। মোস্তফা জানান, মাসদাইর এলাকার জনৈক ফারুক মণ্ডলের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। সে সুবাধে সিয়ামের সঙ্গে ফারুকের ছেলে মেহেদী (১৭) খেলাধুলা করত। তিনি আরও জানান, তিন মাস আগে বাসা থেকে ২২ হাজার টাকা নিয়ে যায় সিয়াম। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় টাকা মেহেদী নিতে বলেছে। পরে মেহেদীর কাছ থেকে ১১ হাজার টাকা ফেরত আনে। টাকা ফেরত আনার পরই মেহেদী মোস্তফার বাড়ির সামনে ধারালো অস্ত্র নিয়ে তাকে নানা হুমকি দেয়। মোস্তফার দাবি, সিয়ামকে যে লুঙ্গী দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেটা ফারুকের।
গফরগাঁওয়ে : গফরগাঁওয়ে চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ইমরান হোসেনকে (১৩) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইমরানের বাড়ি নান্দাইল উপজেলার মাদারিনগর গ্রামে। গফরগাঁওয়ের চরমছলন্দ পশ্চিমপাড়ার কলাই খেত থেকে গতকাল তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকালে ইমরান নান্দালের নিজ বাড়ি থেকে সুপারি বিক্রি করতে স্থানীয় হাটে গিয়ে আর ফেরেনি। চাঁপাইয়ে : সদর উপজেলার গোরকক্ষনাথপুর গ্রামে শুক্রবার রাতে জমি বিরোধের জের ধরে হাফিজ উদ্দিন নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় গুরুতর আহত হয়েছেন নশিপুর গ্রামের সুফল সরকার। এ ব্যাপারে হাফিজের ছেলে সদর থানায় মামলা করেছেন। স্থানীয়রা জানান, একই এলাকার যদু মণ্ডলের সঙ্গে জমি নিয়ে হাফিজের বিরোধ চলছিল। টঙ্গীতে : অপহরণের সাতদিন পর টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকা একটি ডোবা থেকে গতকাল নবম শ্রেণীর ছাত্র সজিবের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ নভেম্বর সজিব মাঠে খেলতে গিয়ে বাসায় ফেরার পথে অপহরণ করে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শুক্রবার রাতে গৃহবধূ রুমা আক্তারের লাশ রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন। তবে গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রুমা উপজেলার কোড়াবাড়ির হান্নান মিয়ার মেয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।