ডিবেঞ্চার বিক্রি করতে চায় হাউস বিল্ডিং
গৃহায়ন খাতে ঋণ দিতে ডিবেঞ্চার বিক্রি করতে চাইছে হাউস বিল্ডিং করপোরেশন। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহায়তা চেয়েছে। সংস্থাটি বলছে, এর আগে তারা ১০০ কোটি টাকার ডিবেঞ্চার কেনার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানালেও সংস্থাটি সে অনুরোধ রাখেনি। এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সহায়তা করলে সাধারণ বীমা করপোরেশনের কাছে তারা এই ডিবেঞ্চার বিক্রি করতে পারে বলে জানিয়েছে। সূত্র জানায়, চলতি বছরের ১৪ মে সাধারণ বীমা করপোরেশন এবং ১ জুলাই জীবন বীমা করপোরেশনকে চিঠি লিখে এ দুটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ কোটি টাকা করে ডিবেঞ্চার কেনার জন্য অনুরোধ জানায় হাউস বিল্ডিং করপোরেশন। বিগত সময়ে ডিবেঞ্চার ব্যাংক রেটে ক্রয়/বিক্রয় হলেও নগদ চাহিদার প্রেক্ষিতে এখন ৬ থেকে ৭ শতাংশ সুদ দিতেও সক্ষম বলে জানিয়েছে হাউস বিল্ডিং করপোরেশন। জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ৫০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ
করা হলেও ৪৩৫ কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে।
* অর্থ-বাজার-বাণিজ্য ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।