আমি একজন সত্যবাদী লোক। আমি আত্মকেন্দ্রিক নই।
টুকিটাকি
| তারিখ: ০৫-০৬-২০১১
* ০ মন্তব্য
* প্রিন্ট
*
ShareThis
« আগের সংবাদ পরের সংবাদ»
মহাকাশে কসমিক রশ্মি শনাক্ত করার যন্ত্র
*
সৌরজাগতিক নাক
বিজ্ঞানীরা সমস্বরে বলছেন, আটটি গ্রহ নিয়ে গড়া এই সৌরজগতেরও নাক আছে! সূর্য ছায়াপথে পরিভ্রমণ করায় সৌরঝড় ও নাক্ষত্রিক গ্যাসের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে সৌরজগতের চারদিকে হেলিওস্ফেয়ার নামে একটি অঞ্চলের সৃষ্টি হয়। অঞ্চলটির ধারকে হেলিওপজ বলে।
সূর্য থেকে হেলিওপজ ৯০০ কোটি মাইল (এক হাজার ৪৫০ কোটি কিলোমিটার প্রায়) দূরে অবস্থান করে। ইন্টারস্টেলার বাউন্ডারি এক্সপ্লোরার স্যাটেলাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। এই কৃত্রিম উপগ্রহ ২০০৮ সাল থেকে কাজ করছে।
ছায়াপথে সূর্যের চলার পথ চিত্রায়িত করতে গিয়ে নাসার একদল নভোচারী ওই অঞ্চলকে ‘নাক’ আকৃতির বলে অভিহিত করেন। মানে এটা হলো ‘সৌরজগতের নাক’।
মহাকাশে কসমিক রশ্মি ডিটেক্টর স্থাপন
২৬ মে নাসার খেয়াযান এন্ডিয়েভারের নভোচারীরা মহাকাশে সফলভাবে কসমিক রশ্মি শনাক্তকারী যন্ত্র (ডিটেক্টর) স্থাপন করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্থাপিত এ ডিটেক্টরের মূল্য ২০০ কোটি ডলার। অ্যান্টিম্যাটার ও ডার্ক ম্যাটারের খোঁজে এই ডিটেক্টর ব্যবহার করা হবে। সাত টন ওজনের এই আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার স্থাপনের মিশন নাসা ১৯৯৪ সালে শুরু করে। ডিটেক্টরের আটটি অংশ ন্যানো সেকেন্ডের মধ্যে পৃথিবীতে তথ্য পাঠাতে সক্ষম।
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (১৯৭৬) ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক স্যামুয়েল টিং ১৬টি দেশের ৬০০ জন বিজ্ঞানীর দল নিয়ে এই অভিযান পরিচালনা করেন। আগামী কয়েক দিনের মধ্যে এই বৃহৎ ডিটেক্টর পৃথিবীতে তথ্য পাঠাতে শুরু করবে। খেয়াযান এন্ডিয়েভারের কমান্ডার মার্ক কেলি ছয়জন নভোচারী নিয়ে এই মিশনে অংশ নেন।
সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু
তৃণভোজী প্রাণী পান্ডা সাধারণত ১৫ থেকে ২২ বছর বাঁচে। সবচেয়ে বেশি বয়স্ক পান্ডা বাস করত চীনে।
চীনের গোয়াংডং প্রদেশের চিড়িয়াখানায় ৩৪ বছর বয়সী মিং মিং নামের পান্ডার বয়স ছিল সবচেয়ে বেশি। কিডনি জটিলতার কারণে মিং মিং ১৭ মে মারা যায়।
নাসার লবণ গবেষণা শুরু
মহাকাশ সংস্থা নাসা চলতি জুন মাসের মধ্যে পৃথিবীর লবণাক্ততা-সংক্রান্ত গবেষণার জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে। ৯ জুন ৪২ কোটি ৪০ লাখ ডলার দামের এক্যুয়ারিস/এসএসি-ডি নামের এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। পৃথিবী থেকে ৪০৮ মাইল দূরে থেকে এটি সমুদ্রে লবণাক্ততা নিয়ে জলবায়ু গবেষণায় কাজ করবে।
নতুন জীবাশ্ম আবিষ্কার
সম্প্রতি জার্মানিতে আবিষ্কৃত হয়েছে চার কোটি ৭০ লাখ বছরের পুরোনো টিকটিকির জীবাশ্ম। গবেষকেরা এই জীবাশ্মকে পরিবর্তিত বা ট্রানজিশনারি প্রাণী বলে ধারণা করছেন। জীবাশ্মে টিকটিকি ও সাপের বৈশিষ্ট্যের মিশ্রণ আছে বলে ধারণা করা হচ্ছে। ফসিলবিজ্ঞানী জোহানেস মুলারের নেতৃত্বে কানাডার টরন্টো মিসইসাউগা বিশ্ববিদ্যালয় ও বার্লিন ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের গবেষক দল টিকটিকির এই জীবাশ্ম আবিষ্কার করে। ‘ক্রিপ্টোল্যাসের্টা হ্যাসিয়াকা’ নামের এই জীবাশ্মের দৈর্ঘ্য তিন ইঞ্চির কম।
জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্টের মেজেল পিট অঞ্চলে।
জাহিদ হোসাইন ও মোস্তাকিম আলী
View this link View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।