আমাদের কথা খুঁজে নিন

   

শৈলকুপায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে ও পাবনায় মসজিদের চাল আত্দসাতের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ছাড়া ঝালকাঠি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের স্কুলছাত্র মামুনকে সোমবার রাতে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে একই গ্রামের স্কুলপাড়া গোরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামুন ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের আবদুল মান্নাফ বিশ্বাসের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া : পরকীয়ায় বাধা দেওয়ায় সদর উপজেলার নাটাই ইউপির ভাটপাড়া গ্রামের ফায়েজ মিয়া তার স্ত্রী মিনা বেগমকে (২৫) গতকাল মারধর করে গলা টিপে হত্যা করে। মিনা নবীনগরের বিদ্যাকুট ইউপির মৃত হারুন মিয়ার মেয়ে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পাবনা : আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি পাটেশ্বর গ্রামের মগরেব ও আবদুল মান্নান মসজিদের নামে ২ মেট্রিক টন চাল আত্দসাৎ করেন। এর প্রতিবাদ করলে একই এলাকার আবদুর রশিদকে স্থানীয় বাজারে গতকাল সকালে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে আহত রশিদকে পাবনা মেডিকেলে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা হয়েছে। নিহত রশিদ একই এলাকার আবদুর রহিমের ছেলে।

ঝালকাঠি : সদর উপজেলার পিরণ্ডা গ্রামের প্রবাসী সাইদুর রহমানের বাড়ি থেকে তার স্ত্রী শাহানাজ আক্তার বীথির (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পুলিশ বীথির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.