আমাদের কথা খুঁজে নিন

   

সংবিধান লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র

সাধারণ জনগণের ওপর গোয়েন্দাবৃত্তি চালিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) সংবিধান লঙ্ঘন করেছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন গোপন আদালত ফরেন ইন্টেলিজেন্স সারভিল্যান্স কোর্ট। আদালতের বিচারক জন বেইটস তার ৮৬ পৃষ্ঠার মতামতে বলেছেন, গত তিন বছরের মধ্যে জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার এটি হচ্ছে তৃতীয় উদাহরণ।

দেশটির নাগরিক ও বিভিন্ন দেশের ওপর মার্কিন গোয়েন্দাবৃত্তির তথ্য ফাঁস নিয়ে যখন সারা বিশ্বে সমালোচনার ঝড় বইছে তখন মার্কিন আদালত এ কথা বলল। একই সঙ্গে আদালত বলেছে, এনএসএ তার কাজের সীমা পেরিয়ে গোয়েন্দাবৃত্তি চালিয়েছে। উল্লেখ্য, মার্কিন এই আদালত গোয়েন্দা কার্যক্রমের ওপর নজর রাখে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের যোগাযোগের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত কিন্তু সে অধিকার লঙ্ঘন করে এনএসএ লাখ লাখ মানুষের ই-মেইল তথ্য হাতিয়ে নিয়েছে এবং ফোনে আড়ি পেতেছে। ফাঁস হওয়া প্রাথমিক তথ্যমতে, মার্কিন সরকার ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত প্রতি বছর অন্তত ৫৬ হাজার ই-মেইল আয়ত্ত করেছে এবং এগুলো কথিত বিদেশি 'সন্দেহভাজন সন্ত্রাসবাদ'-এর বিরুদ্ধে তৎপরতা চালানোর নামে করা হয়েছে। বুধবার এক রিপোর্টে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মার্কিন জনগণের ব্যবহার করা ইন্টারনেট যোগাযোগের শতকরা ৭৫ ভাগ গোয়েন্দা নজরদারির আওতায় রয়েছে। মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন গোয়েন্দাবৃত্তির খবর ফাঁস করার পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে হৈচৈ পড়ে যায়। আইআরআইবি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.