মূল কোচ রিচার্ড ম্যাকিন্স আজ এসে পেঁৗছাবেন। গত দুই মাস তিনি আসা-যাওয়ার মধ্যেই ছিলেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। তার অনুপস্থিতিতে অনূধর্্ব-১৯ দলকে কোচিং করিয়েছেন জাফরুল এহসান। এহসান দলের সঙ্গে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। যেখানে আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে অনূধর্্ব-১৯ যুব এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল সকাল ১১টা ৩৫
মিনিটে ঢাকা ছাড়বে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে যুব দল। আসরে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে।
গ্রুপের বাকি দলগুলো শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ অনূধর্্ব-১৯ দলের প্রথম ম্যাচ ২৮ ডিসেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া। টুর্নামেন্টের ফাইনাল ৪ জানুয়ারি। ২৯ ডিসেম্বর প্রতিপক্ষ আফগানিস্তান এবং ৩১ ডিসেম্বর খেলা শ্রীলঙ্কার বিপক্ষে।
'এ' গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, নেপাল ও স্বাগতিক আরব আমিরাত। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল।
স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সাঈদ সরকার, জয়রাজ শেখ, মোহাম্মদ জসিমউদ্দীন, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, নিহাদ-উজ-জামান, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদৌস ও প্রসেনজিৎ দাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।