টেস্টে ফেরার লড়াই করছে ইংল্যান্ড। তবে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ম্যাচের যে চিত্র, তাতে ফলাফল হবে নিশ্চিত। কে জিতবে সেটা পরিষ্কার নয়। তবে সুবিধাজনক অবস্থানে নেই ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া। চা বিরতি পর্যন্ত স্বাগতিকরা ৩ উইকেটে ১২৩ রান করে এগিয়ে রয়েছে ৯৩ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড মাত্র ২৩৮ রান সংগ্রহ করে। জবাবে খুব বেশিদূর এগুতে পারেনি অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রডের দুরন্ত বোলিংয়ে গুটিয়ে যায় ২৭০ রানে। ৫ উইকেটে ২২২ রান নিয়ে যখন দ্বিতীয় দিন শেষ করেছিল অসিরা, তখন মনে হয়েছিল বড় স্কোর গড়বে। কিন্তু দিনের প্রথম সেসনেই ৫ উইকেট হারিয়ে ফেলে মাত্র ৪৮ রানে! এরমধ্যেই ওপেনার রজার্স ১১০ রান করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।