আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় বিদ্রোহীদের মধ্যে লড়াই !

সিরিয়ার উত্তর ও পূর্ব সীমান্তে দেশটির মধ্যপন্থি বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদার কট্টরপন্থি বিদ্রোহীদের লড়াই তীব্র হচ্ছে। আড়াই বছরের গৃহযুদ্ধে বিদ্রোহী দুটি পক্ষের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানিয়েছেন। সলিম ইদ্রিমসর নেতৃত্বাধীন বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে আল-কায়েদা সম্পর্কিত কট্টরপন্থি ইসলামিক স্টেট অব ইরাক ও দ্য লেভান্ত (আইএসআইএস) এর তীব্র লড়াইয়ের বর্ণনা দিতে গিয়ে মার্কিন ওই কর্মকর্তা বলেন, তাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। তিনি আরও বলেন, ফ্রি সিরিয়ান আর্মি ও ইসলামিক স্টেট অব ইরাক এবং লেভান্তের মধ্যে যে লড়াই চলছে তা সবচেয়ে কঠিন লড়াই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের প্রেসিডেন্ট আহমেদ জাবরার সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বললেন তিনি। তিনি আরও বলেন, কট্টরপন্থিরা এখন সরকারের ভূমিকা পালন করছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি উল্লেখ করেছেন সিরিয়ার বিরোধীদলীয় নেতা। আড়াই বছর ধরে সুনি্ন বিদ্রোহীদের এ গোষ্ঠীগুলো সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে লড়াই করে আসছে। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগে নিজেরাই রক্তক্ষয়ী বিবাদে জড়িয়ে পড়েছে। মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ফ্রি সিরিয়ান আর্মিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রসদ সরবরাহ করা হচ্ছে এবং গোষ্ঠীটিকে সহায়তা করতে আরও কি করা যায় তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মিকে আগে থেকেই মারণাস্ত্র ছাড়া অন্য রসদ যুগিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। বিদ্রোহীদের নিজেদের মধ্যে এই লড়াই আসাদের বিরুদ্ধে লড়াই থেকে তাদের দূরে সরিয়ে দিচ্ছে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.