আমাদের কথা খুঁজে নিন

   

'নির্বাচনী ইশতেহার দেখে ব্যবসায়ীদের সিদ্÷

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার দেখে আগামী জাতীয় নির্বাচনে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবেন তারা কোন পক্ষে যাবেন এ কথা জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন।

তিনি বলেন, 'আমরা আশা করি, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীবান্ধব নির্বাচনী ইশতেহার তৈরি করবে। আর এই নির্বাচনী ইশতেহার দেখে আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেব, কোন দিকে যাব!' রাজধানীর মহাখালীর ব্র্যাক-ইনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত 'আসন্ন জাতীয় নির্বাচন রাজনৈতিক দলসমূহের অর্থনৈতিক ইস্তেহার' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইবিএফবি'র সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল আলম লেনিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল আলম চৌধুরী প্রমুখ।

কাজী আকরাম বলেন, 'রাজনৈতিক দলগুলোর উচিত হবে আমাদের নির্বিঘ্নে ব্যবসা করতে দেওয়া। আমরা যদি দেশের উন্নতি করতে চাই, তবে রাজনৈতিকভাবে দ্বন্দ্ব দূর ও হানাহানি বন্ধ করতে হবে।'

তিনি বলেন, 'আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা আশঙ্কায় আছি। রাজনৈতিক অস্থিরতা দূর হলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।'

এফবিসিসিআই সভাপতি বলেন, 'বড় দলগুলোর হানাহানির জন্য ক্রেডিট গ্রোথ হচ্ছে না। এর পাশাপাশি ব্যাংকিং সেক্টরের উচ্চ সুদও ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।' তিনি বলেন, 'আমরা আশা করব, দুই নেত্রী ও হুসেইন মুহম্মদ এরশাদ এক হয়ে সব সমস্যা নিরসন করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবেন।'

তিনি আরও বলেন, 'অনেকে বলেছিলেন, রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনে অগি্নকাণ্ডের জন্য রপ্তানি আয় কমে যাবে। কিন্তু এ কথা ভুল প্রমাণিত হয়েছে। চলতি অর্থবছরে ৪০ ভাগ গ্রোথ হয়েছে। আমরা এখন ভালো অবস্থানে আছি।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.