প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল ও ওয়াল স্ট্রিট জার্নাল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ডিসপ্লে সম্পর্কিত মামলা নিয়ে আর এগুতে চায় না এলজি ও স্যামসাং। পারস্পরিক সহযোগিতায় বাজারে নিজেদের অবস্থান সংহত করতে এ সিদ্ধান্ত নিয়েছে কোরিয়ান এ দুটি শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা।
২০১২ সালের সেপ্টেম্বরে এলজি ও স্যামসাং একে অপরের বিরুদ্ধে ডিসপ্লে টেকনোলজির পেটেন্ট নিয়ে মামলা করে। ডিসেম্বরে ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা এলজির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে পেটেন্ট নিয়ে মামলা করে স্যামসাং।
এলজির বিরুদ্ধে স্যামসাং এলসিডি প্রযুক্তি নকলের অভিযোগ আনে। অন্যদিকে স্যামসাং অভিযোগ করে, এলজি তাদের কর্মীর কাছ থেকে ডিসপ্লে সম্পর্কিত তথ্য ‘চুরি করেছে’।
ট্যাবলেট কম্পিউটার ও বহনযোগ্য ডিভাইসের ডিসপ্লেগুলো প্রযুক্তি নির্মাতাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলেও বিবাদমান বিষয়ে আর এগুতে চায় না এ দুই কোম্পানি। এবার সমঝোতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।