একদিন তুমি বুকপকেট থেকে বা'র করে দিয়েছিলে দুমুঠো ভালোবাসা__
আজ মনে হলো __একদিন তুমি বুকপকেট থেকে বা'র করে দিয়েছিলে
দুমুঠো ভালোবাসা__আমার সেদিন কী যে আনন্দ__মনে হতো
কৃষকের নবান্রের আনন্দ,__তারপর বিশ্বস্ত সহচর ভেবে বলেছিলে
তোমার গোয়েন্দারাজ্যের যত কথা__সেদিন তোমার একান্ত বন্ধু হতে পেরে
মনে হয়েছিলে__এই মিত্রতার পরিনাম কোথায় যাবে__তারপর সত্যি মুখে
তুলে দিলে রাজভোগ__ক্ষুধার্ত আমি__জীবনে সেদিন প্রথম রাজভোগ খাই।
তারপর প্রথম জননীর মা শিশুটিকে যেভাবে ঘুম পাড়ায়__অচিন দেশের
দৈত্যদানবের কথা বলে, সাত সমুদ্র আর তেরনদি পাড়ের কথা বলে__
সোনার কাঠি, রুপোর কাঠির কথা বলে__অবিকল তুমি রূপকথাকাহিনির দেশের
কথা বলে বলে দীর্ঘ এক শান্ত ঘুমের রাজ্যে আমাকে পাঠিয়ে দিলে__আমি এলোকেশ
বিন্যাস চুলে মুখে রেখে__শান্ত অথচ অবোধ শিশুর মতোন ঘুমেছিলা এক শাশ্বত
নারীর কোলে__ওদিকে তারাভরা রাত সফেদ মেঘের আড়ালে ঢেকে গিয়েছিলো
আর তুমি আমি উষ্ণ আঁধারে পুলকিত ঘ্রাণের ব্যপণে পরস্পরকে ঋদ্ধ করেছিলাম
তুমি বুকপকেট থেকে কড়কড়ে টাকার মতোন টাটকা ভালোবাসা দিয়েছিলে।
২৬.০৯.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।