আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহö

আধিপত্য বিস্তার নিয়ে সাতক্ষীরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও হবিগঞ্জে সংঘাত ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা : আশাশুনির শ্রীউলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আবদুল হাকিম সরদার নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। সকাল সাড়ে ৮টার দিকে শ্রীউলা সরকারি প্রাইমারি স্কুলের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

গত বুধবার সাতক্ষীরা আদালতে উভয় গ্রুপ ও তাদের লোকজন একটি মামলায় হাজিরা দিতে আসে। বেলা ১১টার দিকে আদালত চত্বরের মধ্যে সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদের লোকজন মেম্বার শহীদুল ইসলাম ভুট্টোর সমর্থকদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আদালত থেকে নূর মোহাম্মদ গ্রুপের সদস্য আল মুজাহিদকে অস্ত্রসহ ইউপি মেম্বার শহিদুল ইসলাম আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা ইউপি সদস্য শহিদুল ইসলামের লোকজন আশাশুনি উপজেলার শ্রীউলা সরকারি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটি চিংড়ি ঘেরে যাচ্ছিল। এ সময় নূর মোহাম্মদ সমর্থকরা তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নূর মোহাম্মদ সমর্থকরা শহিদুল সমর্থক আবদুল হাকিমকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে। এ সময় শ্রীউলা গ্রামের আরশাদ আলীর ছেলে আবদুস সালাম (৪০), আজিবর গাজীর ছেলে বাবু সরদার (৩৮), শফিকুল ইসলামের ছেলে রনি (১৯), অফিল সরদারের ছেলে মহিরুদ্দীন সরদার (৫৫), আরশাদ সরদারের ছেলে খাইরুল (৩৫)-সহ উভয় গ্রুপের মোট সাতজন গুরুতর আহত হয়। আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। ঘটনার পর সংবাদ পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে নূর মোহাম্মদের ভাতিজা শ্রীউলা গ্রামের আবদুল গনি সরদারের ছেলে আবদুস সেলিম (২২) ও শামসুর সরদারের ছেলে বাবর আলীকে (৩০) গ্রেফতার করে। আশাশুনি থানার ওসি জানান, দীর্ঘদিন ধরে শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম ভুট্টোর বিরোধ চলছিল।

বাগেরহাট : চিতলমারীর চরচিংগুড়ি গ্রামে তুচ্ছ ঘটনায় গতকাল দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার মেড্ডায় বুধবার রাতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত এএসপি শফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৮টায় ট্রাক ড্রাইভার খোকন মেড্ডার অস্থায়ী ট্রাকস্ট্যান্ডের সামনে ট্রাক পার্কিং করার সময় সিএনজিচালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় যানজট লেগে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়।

সিরাজগঞ্জ : কলেজছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে মওলানা ভাসানী ডিগ্রি কলেজে দুই দল শিক্ষার্থীর মধ্যে গতকাল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

হবিগঞ্জ : জেলা শহরের রাজনগরে অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.