এবার দেশি গরুতেই জমে উঠতে শুরু করেছে রাজশাহীর কোরবানির পশুর হাট। একদিকে বন্যা, অন্যদিকে সীমান্তে কড়াকড়ি এই দুইয়ে এবার ভারতীয় পশুর আমদানি কম। ফলে গতবারের তুলনায় দাম চড়া হওয়ায় দেশি খামারিরা আশার আলো দেখতে শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, আর মাত্র ২০ দিন পর কোরবানির ঈদ। এবার নগরীর আশপাশের হাটগুলোতে দেশি গরুর উপস্থিতি ছিল অনেক বেশি। গরু ব্যবসায়ীরা জানান, গোদাগাড়ীর সুলতানগঞ্জ ও মহিশালবাড়ী দিয়ে ভারতীয় গরু বেশি আসে। গতবার ভারত থেকে যে পরিমাণ গরু এসেছে, তার সিকি ভাগও এবার আসছে না। বর্তমানে হাটে দেশি গরুর উপস্থিতি অনেক বেশি। আর তাতে আশায় বুক বাঁধতে শুরু করেছেন দেশি খামারিরা। গত কয়েক বছর থেকে কোরবানির হাটগুলোতে ভারতীয় গরু বেশি আসার কারণে লোকসানের মুখ দেখছিলেন তারা। রাজশাহীর উপকণ্ঠে সিটি বাইপাস হাট রবিবার ও বুধবার করে বসছে। ১ অক্টোবর থেকে এখানে নিয়মিত হাট বসবে। সিটি হাটে দেশি গরু উঠতে শুরু করেছে। এ ছাড়া পবার নওহাটা, কাটাখালীতেও পশুর হাট বসেছে। এবার বাজারে গরুর দাম তুলনামূলক বেশি। ভারতীয় সিন্ধি গরুর দাম ৮০ থেকে ৯০ হাজার টাকা হাঁকানো হচ্ছে। মাঝারি আকারের দেশি গরুর দাম ৪৫ থেকে ৫০ হাজার টাকা। দেশি ছোট গরু ২৭ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে। দামের কারণে শুধু সাধারণ ক্রেতারাই নন, দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসেও চড়া দামের কারণে গত কদিন থেকে গরু দেখেই ফিরে যাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।