আমাদের কথা খুঁজে নিন

   

এক বছর পর আজ চট্টগ্রামে হেফাজতের ধর্মীয় সম

প্রায় এক বছর নিশ্চুপ থাকার পর শক্ত ঘাঁটি চট্টগ্রামে বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে দেশের আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। 'শানে রেসালত সম্মেলনে' রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার বিষয়ে প্রশাসনের নিষেধাজ্ঞারোপ থাকলেও এ সম্মেলনের মধ্য দিয়ে কর্মীরা নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করছেন সংগঠনের শীর্ষ নেতারা। প্রস্তুতির বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মঈনুদ্দীন রুহী জানান, আজ ও কাল লালদীঘির ময়দানে অনুষ্ঠিতব্য শানে রেসালত সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি দুই দিনব্যাপী এ সম্মেলনে পঞ্চাশ হাজারের অধিক নেতা-কর্মী যোগ দেবেন। এ সম্মেলন সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে টনিক হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত রেসালত সম্মেলন চলবে। এ দুই দিন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়া হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা তাফাজ্জল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, আজিজুল হক আল মাদানী কোরআন তফসির করবেন। বিগত শানে রেসালত সম্মেলনে ভারত ও পাকিস্তান থেকে কয়েকজন আলেম আসলেও এবার দেশের বাইরে থেকে কোনো আলেম আনা হচ্ছে না।

সতর্ক অবস্থানে প্রশাসন : হেফাজতে ইসলামের রেসালত সম্মেলনকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ ভোর থেকে নগরীর লালদীঘি ময়দানসহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে তিন শতাধিক পুলিশ। এ ছাড়া নগরীর প্রত্যেক প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্পটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ ছাড়াও র্যাব ও অন্যান্য সংস্থার সদস্যরাও মাহফিলের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। রাজনৈতিক বক্তব্য না দেওয়াসহ নয় শর্তে হেফাজতকে সম্মেলন এবং মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে সিএমপি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.