আমাদের কথা খুঁজে নিন

   

আসিফের উপর আঘাত ও আমার ভাবনা

লেখা দেখুন; লেখককে নয় । গতকাল এক বন্ধুর স্ট্যাটাস থেকে জানলাম যে আসিফ মহিউদ্দিনের উপর হামলা করা হয়েছে;এখন হাসপাতালে ভর্তি। আমি ব্যক্তিগতভাবে আসিফকে চিনি না। তার ফ্রেন্ড লিস্টে আমার নাম নাই; তাকে সাবস্ক্রাইব ও করি নাই। তবে সামু ব্লগের ব্লগার হওার সুবাদে আমি তার বেশ কয়েকটা লেখা পড়েছিলাম ।

আসিফ একজন নাস্তিক। তিনি কি বিশ্বাস করেন- না করেন, এটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম অর্থ ধারণ করা। তিনি কি মতবাদ ধারণ করবেন,আর কি করবেন না সেটা তার ইচ্ছা। আর মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে।

নাস্তিক তার মত প্রকাশ করবেন;আস্তিক তারটা । মত-দ্বিমত থাক্তেই পারে। কিন্তু তাই বলে কি কাউকে কোপাইতে হবে? ব্লগে একটি বিশেষ গোষ্ঠীকে দায়ি করা হচ্ছে । আমি জানি না কারা করলো এই কাজটা । আসিফ যেমন মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছে;তেমনি আওয়ামি লীগ(বিশেষত ছাত্রলীগ) এর বিরুদ্ধেও লিখেছে।

তবে যারা এটাকে সমর্থন করছে; তাদের সবারই ক্ষোভের মুল কারন তার নাস্তিকতা। আচ্ছা ধর্ম জিনিসটা কি? কিছু মতবাদ(তাওহিদ,ইমান,রিসালাত),নিয়ম-কানুন(সালাত-রোযা),বিধি-নিষেধ (হালাল-হারাম) আর কর্মফল(বেহেস্ত-দোযখ) এর সমষ্টিই তো। এতা তো জোর করে চাপিয়ে দেওয়ার কিছু না। যার ইচ্ছা হবে সে মানবে,যার হবে না সে মানবে না। কোন ধর্মেই তো চাপিয়ে দেওয়ার কথা বলা হয় নাই।

মানুষ আগে না ধর্ম আগে? জ্ঞান হবার পর জেনেছি আমি মুসলিম;কিন্তু যদি অন্য ধর্মের কোন ঘরে জন্মাতাম তাহলে তো সেই ধর্মই পালন করতাম। আমার ধর্ম পালটাতো কিন্তু মানুষই থাকতাম। আসিফের উপর এই হামলা আমাদের 'ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র' হিসেবে পরিচিতির উপর বড় একটি আঘাত। ওদের কথা অনুযায়ী, সে নাস্তিক;শাস্তি তার প্রাপ্য! কিন্তু সেই শাস্তি দিবে কে? আসিফকে যারা আঘাত করেছে,তারা কি ঈশ্বরের বিশেষ নির্দেশ পেয়েছে??? আসিফের জন্য শুভকামনা রইলো। এর বেশি আর কি বা করার আছে? বিশ্বজিত হত্যার যেখানে বিচার হয় না,(এত প্রত্যক্ষদর্শী আর মিডিয়া কভারেজ সত্ত্বেও) সেখানে কোথাকার কোন আসিফ কে কারা রাতের বেলা কোপাই গেসে; সেটার আবার বিচার!!! কয়েকদিন স্ট্যাটাস দেওয়া হবে,ব্লগে আলোচনার ঝড় বইবে; তারপর আবার সব শান্ত; অপেক্ষা করবো নতুন কোন ঘটনার ।

। । । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.