ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
ওহ সেতো খোদাতে বিশ্বাসী না। তাহলে কার গজব পড়লো? তার নাস্তিক বাপের? কষ্ট পেলাম। আসিফের এক সময়ের উস্তাদরা আজ তার পিছনে লেগেছে।
আসলে উস্তাদ দুই নাম্বার হলে সারগেদ এক নাম্বার হওয়া কষ্টকর। তবে মজার ব্যাপার হল আসিফ যখন প্রসঙ্গঃ মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার নামে নির্লজ্জভাবে আওয়ামী লীগের ইতিহাস বিকৃতকরণ এই লেখাটি দিল তখনি তার সাবেক গুরুরা ক্ষেপে যায়। তাঁকে হেনস্থা করতে উঠেপড়ে লাগে। সামু ব্লগ থেকে বিতাড়িত ব্লগার অমি পিয়াল ফেসবুকে ব্যাপন হম্বিতম্বি করে। আসিফের পোস্টেও অনেকে হামলা দেয়।
তারই ধারাবাহিকতায় আজকের হামলা কিনা সেটাও ভাববার বিষয়। আবারো বলতে ইচ্ছা করে বেচারা আসিফ। যাদের জন্য করেছিল একদা জান কোরবান, আজ তাহারায় তাঁকে করে দিচ্ছে জান কোরবান!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।