No body is perfect I am no body আমার এক বন্ধু পোস্টটি ফেসবুকে শেয়ার করেছে। পোস্টটি পড়ার পর হাসতে হাসতে চোখে জল এসে গেছে. প্রিয় ব্লগার ভাইদেরও যেন একই অবস্থা হয় তাই শেয়ার করলাম। আশা করি সবার ভাল লাগবে। ঃD
মূল গান :
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের
নদীতে।
অন্যের হাত ধরে চলে গেছ
দূরে পারি না তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
...
-নজরুল ভার্সন-
পাষাণ পাঁজরে জমিছে ব্যথা
কোথা রে তুই গেছিস কোথা?
ধরেছিস কার হাত?
মানব না আজ থামব না আজ
হবে যে সংঘাত।
কান্নার জল, ব্যাকুল আমি, ভানছে ঢেউ চোখে,
গড়ব শ্মশান, মারব লাথি ওই যুবকের মুখে।
যাব আমি সেথা,
কোথা রে তুই কোথা?
কোথা রে তুই কোথা?
-রবীন্দ্রনাথ ভার্সন-
মম বক্ষ জুড়ি ব্যথা, হেরিলো না কেউ,
কাদিনু বসিয়া অশ্রু
নদে ক্ষণে ক্ষণে ভানিছে ঢেউ।
গিয়াছ চলিয়া ধরি অন্য হস্ত
কেমনে ভুলিব তব স্মৃতি সমস্ত।
হে প্রিয়ে তুমি কোথা? তুমি কোথা?
তুমি কোথা?
-RaP ভার্সন-
হেই ইয়ো ইয়ো...
ও ম্যান বুকে জমেছে অনেক কষ্ট,
কষ্টের চোটে আমার মাথা আজ নষ্ট।
উথলে উঠেছে বুকে ঢেউ
আশপাশে নেই কেউ।
হেই ইয়ো ইয়ো...
চলে গেছ অন্যের সঙ্গে বলেছ বাই,
যাও যাও বেবি আমার ঠ্যাকা নাই।
শুধু ফেরত দিয়ো সব চায়নিজের বিল।
নাইলে মাটিতে পড়বে না কিল
হেই ইয়ো ইয়ো..
হই...
বিল কই?
বিল কই?
বিল কই?
-লালন ভার্সন-
ওরেহহহ মোর মনের ভেতর জমিল ব্যথা
অচিন পাখি গেল কোথা?
আট কুটুরি নয় দরজা ছাড়ি অন্যের হাত
ধরে দিল পাড়ি।
তারে আমি ভুলতে নারি।
ওরেহহহ লালন সাঁই কয় অরে পাখি,
কেন মোরে দিলি ফাঁকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
কোথায় গেলি ক্যামনে থাকি?
(-সংগৃহীত-) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।