আমাদের কথা খুঁজে নিন

   

আমার বাম্পার কার ড্রাইভ



আমি যে শহরে থাকি সেখানে গত কয়েকদিন একটা উৎসব হল। অনেক বড় একটা স্থানে বাংলাদেশের বাণিজ্য মেলার মত একটা মেলা। কাল ছিল তার শেষ দিন। ভাবলাম একবার ঘুরে আসি... বাণিজ্য মেলায় তো শুধু বাণিজ্য করার জিনিস থাকে। কিন্তু ওদের এখানে বাণিজ্যের পাশাপাশি ছিলো মানুষের মনোরঞ্জনের ব্যাবস্থা।

বিভিন্ন স্টলে অনেক মানুষ লাইভ ব্যান্ড শো করছিলো। সেখানে পথচারীরা দাড়িয়ে দাড়িয়ে দেখছে আবার কেউ কেউ গানের তালে তালে নাচতেছিলো (তাই বইলা আমাদের মত না, যে হাত পা ছুঁইরা, লাফালাফি কইরা, গালি দিতে দিতে, ওয়ান্স মোর ওয়ান্স মোর বলতে বলতে গলা ফাটায় ফালায় না)। আরো ছিল অনেক খাবারের রেস্টুরেন্ট। ইতালিয়ানরা আবার খাবার প্রিয় জাতি। ওরা যেখানে যাই করুকনা কেন আগে খাবারের ব্যাবস্থা করে।

কাজ আর খাওয়া ছাড়া ওদের অন্য কিছুতে সময় নষ্ট করতে দেখা যায় খুব কম। ঘুরতে ঘুরতে শেষের দিকে এসে দেখি আমাদের ফ্যান্টাসি কিংডম পুরাটা উঠায় নিয়া আসছে এইখানে। দেখতে দেখতে বাম্পার কারের স্টলের সামনে এসে আর লোভ সামলাইতে পারলাম না। বহুদিন উঠি না। সেই কলেজে থাকতে ফ্যান্টাসিতে গিয়ে উঠছিলাম।

এরপর কয়েকবার গেছি ফ্যান্টাসিতে কিন্তু ক্যান যেন পোলাপাইনা বিষয় মনে হত। কিন্তু কালকে ভাবলাম হলাম নাহয় আরেকবার পোলাপান। কি আছে জীবনে... উঠে বসলাম বাম্পার কারে এটাই আমাদের মত প্রবাসীদের জন্য আনন্দ। একটা বন্ধের দিন, কিছু নতুন পুরনো বন্ধুর সাথে কিছুক্ষন গল্প করা আর নিজেদের মাঝে ছোট ছোট ভালোলাগা শেয়ার করা। note: মানুষ যত বড়ই হোক না কেনো তার ভেতরে ছেলেমানুষিপনা একটু হলেও থেকে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.