আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের চিঠি; একত্রিশ



৩১ ১০ ফেব্রুয়ারী ২০১১ নীল, জীবন কেমন সীমাবদ্ধ ছোট গণ্ডিতে বাঁধা পরে আছে শুধু তুমি নাই বলে। যখন তোমার কোন খবর পাচ্ছিলাম না সে সময়টা ছিল এক মহা শক্তির প্রার্থণায়। অনেক শক্তছিলাম পাবোই ফিরে তোমাকে এই বিশ্বাসে। কিন্তু তোমার খবর পাওয়ার পর প্রতিটি পল কাটছে এক অবর্ণনিয় কষ্টে। প্রতি মূহুতে মনে হচ্ছে আজ তোমাকে ছেড়ে দিবে।

আজ তুমি আসবে অথচ ঠিক দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। কিছুই হচ্ছে না। মাঝে মধ্যে তো আমার দম বন্ধ হয়ে আসে যখন তোমার কোন খবর জানতে পারি না পত্রিকায় বা খবরে। মি. জোন্স হারভার কে ফোন করে অস্থির করে তুলি। উনি অবশ্য অসম্ভব ধৈর্য সহকারে আমাকে খবর জানানোর চেষ্টা করেন।

কখনই বিরক্ত হন না। সহানুভুতির সাথে কথা বলেন, শান্তনা সাহস যোগান। এমন হয়েছে নিজের আত্মিয় স্বজনের সাথে কথা বলার চেয়ে অনেক বেশী আস¦স্থ হই মি. জোন্সের সাথে কথা বলে। জানুয়ারী মাসটা খুব বেশী অস্থিরতায় কাটল; মনে হয়েছিল আর একটি মূহুর্তও কাটাতে পারব না তোমাকে ছাড়া নীল। কিন্তু ঠিকই মাস পেরিয়ে গেল।

এখন তবু বেঁচে থাকি তোমার ছাড়া পাওয়ার অপেক্ষায়। আমার পৃথিবীর সমস্ত মনোযোগ মি. জোন্সের দেয়া ভৌগলিক অবস্থানের একটি বিন্দুতে স্থির হয়ে আছে, যেখানে তুমি আছো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।