আমাদের কথা খুঁজে নিন

   

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হবে না: নৌ মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ধ্বংস হওয়ার কোনই সম্ভাবনা নেই। এতে জনজীবনে কোনই প্রভাব পড়বে না। বর্তমান সরকার মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে রামপালে কয়লা বিদ্যুৎ কেন্ত্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে ওই কেন্দ্রের আশ-পাশের এলাকায় পরিবেশে কিছুটা ক্ষতি হতে পারে।

আমাদের যতটুকু রিপোর্ট আছে, তাতে পরিবেশে উপর খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
আজ মাদারীপুরে দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
 
এসময় নৌ-মন্ত্রী সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির লংমার্চের দাবী সম্পর্কে বলেন, আমাদের সরকার জনগণের সকল দাবীকে সম্মান জানায়। এ ব্যাপারটিও বিবেচনায় রাখা হবে। '
 
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর-উর-রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাহেদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.