রোববার খুলনার সার্কিট হাউজ ময়দানে ১৮ দলীয় জোটের এক জনসভায় তিনি এ বলেন, “রামপালে কোনোভাবেই বিদ্যুৎকেন্দ্র করতে দেয়া হবে না।”
২২ অক্টোবর রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্কি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিস্থাপন হবে বলে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।
রামপালে ওই বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে উল্লেখ করে এ প্রকল্প বন্ধ করার জন্য ১১ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই বিদ্যৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতির কোনো কারণ নেই।
সার্কিট হাউজ ময়দানের জনসভায় বিরোধী দলের নেতা বলেন,গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে মেয়র নির্বাচিত করে খুলনার মানুষ আওয়ামী লীগ সরকারকে ‘হলুদ কার্ড’ দেখিয়েছে।
“এজন্য সরকারের ভয়। সরকার এখন একলা নির্বাচন করতে চায়।”
বিকেল পৌনে ৫টায় সভামঞ্চে বক্তৃতা শুরু করেন খালেদা জিয়া। এর আগে বেলা ২টায় সভার কার্যক্রম শুরু হয়।
(বিস্তারিত আসছে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।