আমাদের কথা খুঁজে নিন

   

রামপালে আওয়ামীলীগ বিএনপির সংঘর্ষে আহত ২০

বাগেরহাটের রামপাল উপজেলার রণসেন মোড়ে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় স্থানীয় আওয়ামীলীগ অফিস, কয়েকটি দোকান ভাংচুর ও ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রামপাল উপজেলায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে রণসেন মোড়ে তাদের উপর আওয়ামীলীগ কর্মীরা হামলা চালায়। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় দলের  মধ্যে ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ২০ জন আহত হয়।

এসময় স্থানীয় আওয়ামীলীগের অফিস ভাংচুর করা হয়।

রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন জানান, তাদের দলের ১০-১২ জন নেতাকর্মী আহত ও ৩টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে আওয়ামীলীগের ক্যাডারা। আহত নেতাকর্মীদের মধ্যে থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক শেখ আব্দুল হান্নান (৩১), গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সারাফাত হোসেন (৩৭), সাংগঠনিক সম্পাদক মুক্ত (৩৮), একই ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মোস্তাহিদ বয়াতী (৩৩) ও রামপাল সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোহাম্মদ আলীকে (২৮) স্থাণীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

রামপাল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল বাবুল জানান, বিএনপি মিছিল নিয়ে এসে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামীলীগ অফিস ও কয়েকটি দোকানে হামলা-ভাংচুর চালায়। এ হামলায় ৮-৯ জন নেতাকর্মী আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত ছাত্রলীগ নেতা ওয়ালিউল্লাহকে  (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রামাপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবু দাউদ জানান, উভয় দলের মধ্যে ফের সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.