আমাদের কথা খুঁজে নিন

   

অসমে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে সাতজন নিহ

সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'গারো ন্যাশনাল লিবারেশন আর্মি' (জিএনএলএ)-এর গুলিতে অসমের গোয়ালপাড়া জেলার সাতজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও ১০ জন। আহতদের গোয়ালপাড়া সিভিল হাসপাতাল এবং গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীপূজা উপলক্ষে আগিয়া থানার গেন্দামারিতে রবিবার রাতে জুয়ার আসর বসেছিল। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ একদল উগ্রপন্থি সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। রাভা-হাসং এলাকায় আসন্ন স্বশাসিত পরিষদের নির্বাচন নিয়ে গত ২০ অক্টোবর থেকেই সেখানে হানাহানি অব্যাহত রয়েছে।

এই স্বশাসিত পরিষদের নির্বাচনের বিরোধিতা করে সহিংসতা আন্দোলন চালিয়ে যাচ্ছে অ-রাভা জনগোষ্ঠীর সংগঠনগুলো। এদের সঙ্গেই যুক্ত হয়েছে গারো সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীরাও। এই গারো জনগোষ্ঠীর উগ্রপন্থি সংগঠনই হলো জিএনএলএ।

স্বাভাবিকভাবেই এই ধরনের হামলার পিছনে জিএনএলএ সন্ত্রাসী গোষ্ঠীর হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। এ ঘটনার পর রাভা-হাসং এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.