জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব ও হেফাজতের নায়েবে আমির সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জমিয়তে নেতারা। গতকাল পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জমিয়তে উলামায়ে ইসলাম নেতারা এক যুক্ত বিবৃতিতে বলেন, মিথ্যা প্রহসনের মামলায় মুফতি ওয়াক্কাসকে রিমান্ডের নামে অবর্ণনীয় কষ্ট দেওয়ার পর এখন আবার জিজ্ঞাসাবাদের নামে সরকার তাকে নতুন করে হয়রানি করতে চায়। ৯০ ভাগ মুসলমানের এ দেশে আলেম-ওলামাদের বিরুদ্ধে সরকারের ইসলাম ও আলেম-ওলামাবিধ্বংসী এসব ষড়যন্ত্র দুঃখজনক। নেতারা সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনো যদি ইসলামবিদ্বেষী মনোভাবের পরিবর্তন না করেন তাহলে জনগণ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। নেতারা অবিলম্বে মুফতি ওয়াক্কাসের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন_ জমিয়ত সভাপতি আল্লামা শায়খ আবদুল মোমিন, নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আযাদ, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন ইকরাম প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।