আমাদের কথা খুঁজে নিন

   

বিয়েতে যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনাü

বিয়েতে যাওয়ার পথে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নানা-নাতনিসহ ৩ জন, টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল আরোহী, সিরাজগঞ্জে যুবক ও চুয়াডাঙ্গায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_

কুমিল্লা : কুমিল্লা থেকে বিয়ের যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৫২৮২) চট্টগ্রামের ফটিকছড়ি যাওয়ার পথে গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার দৌলবাড়ি এলাকায় ঢাকা অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪২৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় নানা-নাতনিসহ ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন-কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মান্দারী গ্রামের সেকান্দার আলী (৬০), সেকান্দার আলীর নাতনি সদর উপজেলার মোগলটুলির ওয়াদুদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (৯) ও চান্দিনার মাইজখার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৪)। সবাই নিহত সেকান্দার আলীর ছেলে ইসমাঈল হোসেনের বিয়েতে যাচ্ছিলেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাবউদ্দিন জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

টাঙ্গাইল : নাগরপুর থানার ওসি আবু ওবায়দা জানান, দুপুরে চৌহালী থেকে নাগরপুরগামী রিয়ামণি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৭১) নাগরপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সাবি্বর নিহত ও আরোহী দুজন আহত হন। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

সিরাজগঞ্জ : হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, ঢাকা-বগুড়া মহাসড়কে পাঁচলিয়ার কাছে দ্রুতগামী একটি ট্রাক একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্্ববর্তী একটি মুদিদোকানে ধাক্কা দেয়। এ সময় দোকানের কাছে দাঁড়িয়ে থাকা সোহেল রানা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, গতকাল সকালে একটি ট্রলি কোটালী গ্রামের মাঠ থেকে আখ বোঝাই করে দর্শনায় যাচ্ছিল। পথে শৈলমারী ও কোটালী গ্রামের মাঝে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক সজীব নিহত হন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.