সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম আলহাজ মৌলভী নজরুল ইসলাম (৬৫)। তিনি উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা দাখিল মাদ্রাসার শিক্ষক ও ডিগ্রিচর গ্রামের মৃত তমিন মণ্ডলের ছেলে। এ সময় স্থানীয় জনতা ঘাতক রুহুল আমিনকে (৩০) আটক করে। রুহুল শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শাহজাদপুর উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবদুস সবুর খান, এক মাস আগে বখাটে রুহুল আমিন উল্লাপাড়ার এক ছেলেকে মারপিট করে এবং পানিতে চুবিয়ে রাখে। ঘটনাটি শিক্ষক নজরুল ইসলাম দেখে ফেলেন। পরবর্তীতে শিক্ষক নজরুল গ্রাম্য সালিশি রুহুলের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। এ নিয়ে রুহল তার ওপর চরম ক্ষিপ্ত ছিল।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে প্রতিপক্ষের গুলিতে জেএসএস কর্মী নিহত : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরের বেলতলী এলাকায় গতকাল বেলা ২টায় প্রতিপক্ষের গুলিতে পাবর্ত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী নারায়ণ মারমা (২৭) নিহত ও জিমিক চাকমা (১৭) গুলিবিদ্ধ হয়েছেন। জানা গেছে, লক্ষ্মীছড়ি উপজেলার বেলতলী এলাকায় গতকাল জেএসএস কর্মী নারায়ণ মারমা (২৭) ও জিমিক চাকমা (১৭) লক্ষ্মীছড়ি নদীর পশ্চিম পাড়ে বসে আলাপরত অবস্থায় প্রতিপক্ষ তাদের ওপর গুলি করে। এতে ঘটনাস্থলেই জেএসএস কর্মী নারায়ণ নিহত হন। সঙ্গে থাকা জিমিক চাকমা গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে নিহত এবং আহতকে উদ্ধার করে। আহতকে প্রথমে লক্ষ্মীছড়ি হাসপাতালে ও পরে চট্টগ্রামে পাঠানো হয়।
লক্ষ্মীছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই মো. বাহার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।