মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক পাতায় এই স্ট্যাটাস দেন প্রধানমন্ত্রীপুত্র। তার আট ঘণ্টা আগেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ে সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
একাত্তরে চট্টগ্রামের ত্রাস হিসেবে চিহ্নিত সালাউদ্দিন কাদেরের ফাঁসির আদেশের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন জয়।
“৪২ বছর পর অবশেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার নৃশংসতা এবং নিজের বাড়িকে একটি টর্চার সেল এবং মৃত্যুকূপ বানিয়েছিল, সেটা প্রমাণ হয়েছে।
১৯৭৫ সাল থেকে সে আইনের আওতার বাইরে ছিল, আজ সেই আইনই তাকে সাজা দিয়েছে। ”
এই রায় নিয়ে বিএনপির আচরণেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীপুত্র।
“দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিরোধী দল এক সময় তাকে শুধু সুরক্ষাই দেয়নি, তাকে সংসদ সদস্য করেছে। এই কারণেই এই রায়ে তারা নীরব। যুদ্ধাপরাধের আর সব রায়েও তারা নীরব থেকেছে।
”
“যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি মরিয়া,” দাবি করে তা ঠেকাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দেয়ার আহ্বান জানান জয়।
“আর কোনো ভুল নয়। আগামী নির্বাচনে যদি বিএনপিকে ভোট দেন, মনে রাখবেন আপনার এ ভোট যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে দিতে পারে। ”
“খালেদা জিয়া রাজশাহীতে তার বক্তৃতায় বলেছে, ক্ষমতায় গেলে তারা প্রত্যেক যুদ্ধাপরাধীদের মুক্তি নিশ্চিত করবে। এই দানবদের বিচার করতে পারে শুধু আওয়ামী লীগই।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।