আমাদের কথা খুঁজে নিন

   

মুম্বাইয়ে শচীনের ২০০তম টেস্ট

ভারতীয় 'ক্রিকেট ঈশ্বর' শচীন টেন্ডুলকারের ২০০তম টেস্ট নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। কিন্তু বিপাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একাধিক ভেন্যু শচীনের মাইলফলক স্পর্শ করার মুহূর্তটির সাক্ষী হয়ে থাকতে চায়। টেস্টটি কোথায় হবে তা নিয়ে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না বিসিসিআই। অবশেষে শচীন নিজেই এ সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। টেন্ডুলকার ২০০তম টেস্ট ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলতে চান বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইর এক কর্মকর্তা জানিয়েছেন, 'শচীন কোনো ইচ্ছা প্রকাশ করলে একে 'না' বলাটা কঠিন। এ ছাড়া আবেগের কথা বিবেচনা করলে ম্যাচটি আয়োজনের দায়িত্ব মুম্বাই-ই পায়।' ম্যাচ আয়োজন করার জন্য জোরালোভাবে আবেদন করেছিল কলকাতা ইডেন গার্ডেন। কিন্তু শচীনের ইচ্ছাই এ ক্ষেত্রে প্রাধান্য পাবে বলে উল্লেখ করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের এক কর্মকর্তা বলেন, 'শচীন যেহেতু এরই মধ্যে মুম্বাইয়ে ম্যাচটি খেলার ইচ্ছা ব্যক্ত করেছেন, তাই ম্যাচটি আয়োজনের ব্যাপারে আমরা খুব বেশি আশা করছি না।

যদি সৌরভ গাঙ্গুলি তার ২০০তম ম্যাচ খেলতেন, তিনি কি মুম্বাইতে এ ম্যাচ খেলতে পছন্দ করতেন? তবে এর পরও যদি ইডেনে এ ম্যাচ হয় তাহলে শচীনের ম্যাচের জন্য আমরা বিরাট আয়োজন করব। কিন্তু স্বাগতিক না হতে পারলেও আমরা তা মেনে নেব।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.