বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ভারতের ৫৮ শতাংশ মানুষ। আর কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মাত্র ১৪ শতাংশ মানুষ।
টাইমস অব ইন্ডিয়া পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল এই জরিপটি প্রকাশ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং তৃতীয়বারের মতো এ পদে প্রার্থী হবেন না বলে ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই জরিপের এ ফলাফল প্রকাশিত হলো। আর দুর্নীতিবিরোধী নেতা হিসেবে অতি পরিচিত মুখ দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ভারতের সরকারপ্রধান হিসেবে দেখতে চেয়েছেন শতকরা ২৫ জন ভারতীয়। কিন্তু রাহুলকে নিয়ে কংগ্রেসের এত প্রত্যাশা থাকলেও তার পিছিয়ে পড়ার পেছনে অন্যতম কারণ হলো তার মিডিয়া বিমুখতা। ফলে রাহুল গান্ধী ভোটারদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ প্রতিষ্ঠিত করতে পারেননি।
দুর্নীতির দায়ে অভিযুক্ত কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন মনে করছিল, তরুণ নেতা রাহুল গান্ধীকে সামনে ঠেলে দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হওয়া সম্ভব হবে তখন কংগ্রেসের জন্য ভয়াবহ দুঃসংবাদের ইঙ্গিত দিল এ জরিপ। ৪৩ বছর বয়সী রাহুলকে আগামী ১৭ জানুয়ারি কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দলের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আগামী মধ্য এপ্রিলে শুরু হতে যাওয়া লোকসভা নির্বাচনে আর প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে গত শুক্রবার নিশ্চিত করেন ৮১ বছর বয়সী মনমোহন সিং। সংবাদ সম্মেলনে মনমোহন বলেন, রাহুল গান্ধী হবেন আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য অসাধারণ প্রার্থী। রাহুলের বাবা রাজীব গান্ধী, দাদী ইন্দিরা গান্ধী এবং প্রপিতামহ জওহরলাল নেহরু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।