ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বলেছেন, চলমান পরিস্থিতি থেকে দেশবাসী পরিত্রাণ চায়, বাঁচতে চায়। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, অর্থনৈতিক দুরবস্থার নির্মমতার শিকার মানুষ। রাজনৈতিক দলগুলোর একগুঁয়েমির কারণে জনজীবন অচলপ্রায়। দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে কোনোরকম তোয়াক্কা না করে একগুঁয়েমির পথ বেছে নিলে আখের রক্ষা হয় না। সর্বজনগ্রহণযোগ্য নির্বাচন আজ সময়ের দাবি। ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক অবস্থা করুণ। সব কিছু থমকে গেছে। তিনি বলেন, অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেছে। সাধারণ ও খেটে খাওয়া মানুষ অসহায় দিন যাপন করছে। পাশ্চাত্য রাজনীতির ধারক-বাহকরা দেশের মানুষের শান্তি নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে ইসলামবিরোধী সংবিধান দ্বারাও মানুষের ইমান-আমলের হেফাজত করা কঠিন। তিনি আরও বলেন, তাগুতি রাজনীতির সংশ্রব ত্যাগ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত হওয়া সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।