আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত পুতিন!

রাশিয়ার একটি বিশেষ সংগঠন নোবেল শান্তি পুরস্কারের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম মনোনয়ন করল।

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র সমর্পণ করতে রাজি করানো থেকে সে দেশের উপর আমেরিকার সামরিক হানা কার্যত বন্ধ করানোর পিছনে কৃতিত্ব পুতিনের বলে তাদের দাবি।

যদিও বহু মহলে ইতিমধ্যেই বিতর্কের ঝড়। চেচনিয়া প্রসঙ্গ, সীমান্ত সমস্যা নিয়ে জর্জিয়ার উপর রাশিয়ার আক্রমণ চালানোর মতো বিষয়গুলো উঠে এসেছে ।

এছাড়াও আমেরিকার অভিযোগ, মুয়াম্মর গাদ্দাফি যখন লিবিয়ায় একের পর এক মানুষ মেরে চলেছিলেন, ন্যাটোর আঘাত হানার বিরোধিতা করেছিলেন পুতিন। এমনকি এখনও সিরিয়ার আসাদ সরকারকে অস্ত্র সরবরাহ করছে তারা।

এ বিষয়ে রাশিয়ার ওই সংগঠনটির বক্তব্য, ২০০৯-এ বারাক ওবামাকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। পুতিন তার থেকে অনেক যোগ্য বক্তি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.