বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর তোপের মুখে পড়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। এর কারন গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে 'বস্ত্র ও পোশাক শিল্প বোর্ড আইন ২০১৩' তে আপত্তি জানিয়েছিলেন অর্থমন্ত্রী। আর অর্থমন্ত্রীর আপত্তির কারনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উত্থাপিত আইনটি আরও যাচাই-বাছাইয়ের জন্য ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। এতেই ক্ষুব্ধ হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী। যার বহি:প্রকাশ ঘটিয়েছেন বৈঠকেই।
মন্ত্রিসভা বৈঠকের একাধিক সূত্র জানায়, গতকালের বৈঠকে আলোচ্যসূচীর মধ্যে দুই নম্বরেই ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের 'বস্ত্র ও পোশাক শিল্প বোর্ড আইন ২০১৩'। বিষয়টি উত্থাপন হতেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এই মুহর্তে এ রকম কোন বোর্ডের প্রয়োজন। এটা বরং অগ্রসরমান পোশাক শিল্পকে বাধাগ্রস্থ করবে। সূত্র মতে, অর্থমন্ত্রী এ সময় যুক্তি উত্থাপন করেন বলেন, আরেকটা প্রতিষ্ঠান কওে আমলাতান্ত্রিক ঝামেলা বাড়ানোর দরকার নেই। আরেকটা মাথাভারী প্রশাসন দরকার নেই।
অর্থমন্ত্রী বলেন, পোশাক শিল্পের জন্য একটি মন্ত্রিসভা কমিটি রয়েছে। এটাকে কিভাবে আরো কার্যকর করা যায় সেদিকে নজর দেয়া দরকার। অর্থমন্ত্রীর এই প্রস্তাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরসহ বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী সমর্থন করেন।
অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, আমরা ইংরেজী জানি না।
কিন্তু, আমরা যে কিছু বুঝি না তা নয়। আমরা মাটির মানুষ, মানুষের সাথে সম্পৃক্ত। আমরা জনগণের ভাষা বুঝি। এ সময় ক্ষুদ্ধ লতিফ সিদ্দিকী ধারাবাহিকভাবে কথা বলতেই থাকেন। মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তাকে থামতে অনুরোধ করেন।
একাধিক সিনিয়র মন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন লতিফ সিদ্দিকী কথা বলার সময় অর্থমন্ত্রী পুরোপুরি চুপ ছিলেন।
এদিকে, নির্ভরযোগ্য সূত্র জানায়, বস্ত্র ও পোশাক শিল্প বোর্ড আইনটি মূলত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর আগ্রহেই তৈরি এবং মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী নিজেই এই বোর্ডের প্রধান হওয়ার জন্য আগ্রহী। এ কারণেই তিনি ক্ষুব্ধ হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।