আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে যেতে বাস্তবমুখী শিক্ষা

বর্তমান প্রেক্ষাপটে গতানুগতিক শিক্ষা নয়, বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত দ্রুত ক্যারিয়ার গড়া যায়। যে সব সেক্টর এক্ষেত্রে এগিয়ে আছে তার মধ্যে এভিয়েশন অন্যতম। এটি এমন একটি সেক্টর যেখানে ক্যারিয়ার গড়ার জন্য রয়েছে অবারিত সুযোগ। নেই নির্দিষ্ট কোনো পরিধি। আর এ খাতে চাকরি করা পছন্দনীয় বিষয় হয়ে উঠছে বেশির ভাগ শিক্ষার্থীর। এক্ষেত্রে শর্ট এবং বড় উভয় কোর্সই করার সুযোগ রয়েছে। বর্তমান প্রজন্মের জন্য কোর্সগুলো সবচেয়ে বেশি উপযোগী। এভিয়েশনে দ্রুত চাকরি করার পর্যায়ের মধ্যে অন্যতম হচ্ছে_ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেজ, কেবিন ক্রু, ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড টিকিটিং, বিজনেস অ্যাকাউন্টিং প্রভৃতি। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দ্রুত চাকরি পেতে বিশেষ ডিগ্রি, যা সম্পন্ন করার পর দেশ-বিদেশে এয়ারলাইন্স থেকে শুরু করে ট্রাভেল এজেন্সিগুলো এবং এভিয়েশন খাতের প্রায় সব পর্বে ক্যারিয়ারের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন কোর্স চালু করেছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। উচ্চ আয় ছাড়াও এ পেশায় রয়েছে উন্নত জীবনধারা। এভিয়েশনে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর পেশা গড়ার সুযোগ। এসএসসি, এইচএসসি/এ-লেভেল, ও-লেভেল শেষ করার পর ব্যতিক্রমধর্মী এসব কোর্স করতে পারলে শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই চাকরির নিশ্চয়তা পাওয়া যায়। শুধু দেশে নয় বিদেশেও রয়েছে এসব পেশার চাহিদাও। উজ্জ্বল ও মজবুত ক্যারিয়ার গড়তে এসব বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই। এ বিষয়ে আরও জানতে # কলেজ অব এভিয়েশন টেকনোলজি, ফোন : ৮৯৯১৩৭১। * ক্যারিয়ার ডেস্ক

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.