আমাদের কথা খুঁজে নিন

   

'মানবাধিকার পরিস্থিতি চরম অস্থিতিশীল'

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি চরম অস্থিতিশীল ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান রাজনৈতিক সংকট নিয়ে কোনো প্রকার সমঝোতা না হলে বাংলাদেশে সন্ত্রাসী-জঙ্গিবাদসহ তালেবানি শক্তির উত্থানের আশঙ্কা রয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি-২০১৩-এর প্রতিবেদন' প্রকাশ করে আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান এসব কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আসকের সিনিয়র ইনভেস্টিগেটর ও তথ্য কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবির। উপস্থিত ছিলেন আসকের সিনিয়র ডেপুটি ডিরেক্টর নীনা গোস্বামী, সানাইয়া ফাহিম আনসারী, মো. টিপু সুলতান প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.