পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ে ৭২ জনের অবৈধ নিয়োগ বাতিলসহ ১১ দফা বাস্তবায়ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি গতকালও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। আন্দোলনের মুখে বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর রবিবার রাতে পাবনা ত্যাগ করেছেন। প্রশাসন ভবনের সামনে গতকাল অবস্থান কর্মসূচির সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। উদ্ভূত পরিস্থিতিতে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে রবিবার সন্ধ্যায় নতুন নিয়োগ দেওয়া ৭২ জনের মধ্যে ৪০ জনকে কাজে যোগদান করানো হয়েছে। ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্যাম্পাসে বিরাজ করছে চরম উত্তেজনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।