আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ ও মার্কিনিদের ইয়েমেন ত্যাগের নিরú

জঙ্গি হামলার আশঙ্কায় ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নাগরিকদের সরে যেতে বলেছে দেশ দুটির সরকার। গত রবিবার থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২০টি শহরে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়ার পর এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আড়ি পেতে শোনা আল কায়েদার দুই শীর্ষ নেতার আলাপের সূত্র ধরেই দূতাবাস বন্ধের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এবং সংগঠনের অপর এক শীর্ষ নেতার ওই কথোপকথনে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলার ছক নিয়ে আলোচনা হচ্ছিল বলে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। আবুধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশন গত রবিবার থেকে বন্ধ রাখা হলেও ইয়েমেনের বিষয়েই বেশি সতর্কতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ইয়েমেনের দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি মার্কিনিদের ইয়েমেনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আগেই। আলজাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.