এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে মালালা ইউসুফজাইয়ের নাম শোনা যাচ্ছে। একইসঙ্গে কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগে এবং রাশিয়া বা বেলারুশের মানবাধিকারকর্মীরাও এবারের শান্তিতে নোবেলের পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। নিয়মানুযায়ী সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে শুরু হবে ২০১৩ সালের ছয়টি শাখায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা।
সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার চিকিৎসায় নোবেলজয়ী বা নোবেলজয়ীদের নাম ঘোষণা করবে জুরি বোর্ড।শান্তি পুরস্কার বিষয়ক নোবেল কমিটি সম্ভব্য প্রার্থীর একটি তালিকা তৈরি করে। এবার শান্তিতে নোবেলের জন্য ২৫৯ জন মনোনয়ন পেয়েছেন।তবে মালালাকে নোবেল পুরস্কার দেয়ার সমালোচকও আছে। তাদের মতে মাত্র ১৬ বছরের এক কিশোরী, এতো কম বয়সে এ পুরস্কারের দায়ভার বহন করতে পারবে না।১১ অক্টোবর ঘোষণা করা হতে পারে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।