আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিমুখী আন্দোলনে স্থবির জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের অবস্থান আর উপাচার্যের পাল্টা অবস্থান অব্যাহত রয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে একদিকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান অন্যদিকে টানা পাঁচ দিন ধরে অবরুদ্ধ রয়েছেন রেজিস্ট্রারদ্বয়। তাদের মুক্ত করতে কর্মবিরতি পালন করছে অফিসার সমিতি। এদিকে নিজ বাসার সামনেই পাল্টা অবস্থান অব্যাহত রেখেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় গভীর সংকটের মুখে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ইতোমধ্যে হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে ডিন নিয়োগ বাতিলের দাবিতে নিয়োগ ফাইলসহ রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান টানা পাঁচ দিন প্রায় ১০০ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। অন্যদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে উপাচার্যের বাসার সামনে অবস্থান অব্যাহত রেখেছে আন্দোলনকারী শিক্ষকরা। এদিকে প্রশাসনিক দায়িত্ব ফেলে রেখে নিজ বাসার সামনে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে স্ত্রীকে নিয়ে পাল্টা অবস্থান করছেন উপাচার্য। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান আজ বেলা ১১টায় উপাচার্যের বাসার সামনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, কতিপয় শিক্ষক পদবির লোভে এ আন্দোলন করছে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য আমরা গ্রহণ করছি না। তবে উপাচার্য পদত্যাগ নিয়ে কোনো আলোচনা করতে চাইলে আমরা স্বাগত জানাব। বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির একমাত্র সমাধান উপাচার্যের পদত্যাগ। এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করায় তুমুল সমালোচনার সৃষ্ট হয়েছে। অন্যদিকে অবরোধের পাঁচ দিন পেরিয়ে গেলেও রেজিস্ট্রারকে মুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনকারী শিক্ষকদের কর্মবিরতি, রেজিস্ট্রারদ্বয়কে মুক্ত করার দাবিতে অফিসার সমিতির কর্মবিরতি ও উপাচার্যের পাল্টা অবস্থানে অচল হয়ে পড়েছে গোটা ক্যাম্পাস। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.