আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকক অচলের আন্দোলনে হাজারো মানুষ

রাজধানী ব্যাংকক অচল করে দেওয়ার আন্দোলনে গতকাল রাস্তায় নেমেছে থাইল্যান্ডের সরকারবিরোধী হাজারো মানুষ। ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনের আগে সরকারকে উৎখাত করতে এ কর্মসূচি পালন করছে তারা। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে উৎখাতে আন্দোলন জোরদার করতে তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থলগুলো দখল করে রেখেছে। গতকাল সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা ছাড়াও রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়াসহ প্রধান মোড়গুলো দখলে রেখেছে বিক্ষোভকারীরা। পতাকা হাতে হাজার হাজার বিক্ষোভকারী নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জড়ো হয়। এদের অনেকে 'ব্যাংকক অচল' এমন স্লোগান লেখা টি-শার্ট পরিহিত ছিল। সরকারকে উৎখাত করে একটি অনির্বাচিত 'গণপরিষদ' গঠন করাই বিক্ষোভকারীদের লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ১৮ হাজার পুলিশ মোতায়েন করলেও বিক্ষোভকারীরা বিনা বাধাতেই কর্মসূচি পালন করছে। কর্তৃপক্ষ থেকে তাদের ওপর কোনো বাধা আসেনি। রাস্তায় বিক্ষোভকারীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। অনেকে নাচ-গানও করেছে। এ ছাড়া নগরীর একটি শপিং মলের বাইরেও অনেক বিক্ষোভকারী অবস্থান নেয়। ২০১০ সালে থাইল্যান্ডে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলাকালে এই শপিং মলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। রাজধানী অচলের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ঘেরাও করা ছাড়াও সেগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। সেইসঙ্গে প্রায় ১৫০টি স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাউগসুবান এ আন্দোলনকে 'জনগণের বিপ্লব' আখ্যা দিয়েছেন। এ বিপ্লবের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বিক্ষোভকারীদের নেতা ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে বুধবার বৈঠক ডেকেছেন। নির্বাচন কমিশনের ভোট পেছানোর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকেন তিনি। প্রধানমন্ত্রীর এক ঊধর্্বতন সহযোগী এ কথা জানিয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা নির্বাচনী ব্যবস্থা বদলানো এবং অন্যান্য সংস্কার কার্যক্রমের জন্য বর্তমান সরকারের বদলে একটি গণপরিষদ গঠনের দাবিতে অটল রয়েছেন। এদিকে দেশে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে নিরাপত্তার জন্য ২০ হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হবে। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.